রেজিষ্ট্রেশনের সময় আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন, সেটি যদি ভুলে যান তৎক্ষনাৎ 'তথ্য আপডেট করুন' অপশনে গিয়ে নিবন্ধনকৃত ই-মেইল দিয়ে 'পাসওয়ার্ড ভুলে গেছেন' অপশনে ক্লিক করে 'পাসওয়ার্ড রিসেট' -এ ক্লিক করলে সাথেসাথে ইমেইলের মাধ্যমে আপনার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য আমাদের অফিসিয়াল পেইজ বা নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ, রক্তের বন্ধনে মীরসরাই
সম্মানিত রক্তদাতাগণ, প্রথমবার রেজিষ্ট্রেশন এর সময় যদি ইমেইল যুক্ত না করে থাকেন সেক্ষেত্রে পুনরায় নতুন করে পূর্নাঙ্গ তথ্য দিয়ে রক্তদাতা হিসেবে রেজিষ্ট্রেশন করুন এবং পূর্বের রেজিষ্ট্রেশন সম্পর্কে আমাদেরকে অবিহিত করুন। শীগ্রই ইমেইল যুক্ত নেই এমন রেজিষ্ট্রেশন বাতিল হিসেবে গণ্য হবে। ধন্যবাদ। রক্তের বন্ধনে মীরসরাই
রেজিষ্ট্রেশনের সময় আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন, সেটি যদি ভুলে যান তৎক্ষনাৎ 'তথ্য আপডেট করুন' অপশনে গিয়ে নিবন্ধনকৃত ই-মেইল দিয়ে 'পাসওয়ার্ড ভুলে গেছেন' অপশনে ক্লিক করে 'পাসওয়ার্ড রিসেট' -এ ক্লিক করলে সাথেসাথে ইমেইলের মাধ্যমে আপনার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য আমাদের অফিসিয়াল পেইজ বা নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ, রক্তের বন্ধনে মীরসরাই
সম্মানিত রক্তদাতাগণ, সালাম জানবেন। আপনারা যারা www.rokterbondhonemirsarai.org ওয়েবসাইটে ডোনার হিসেবে রেজিষ্ট্রেশন করেছেন এবং ইতোমধ্যে রক্তদান করেছেন কিন্তু ওয়েবসাইটে আপনার তথ্য (শেষ রক্তদানের তারিখ) আপডেইট করেননি, অনুগ্রহ পূর্বক আপনার তথ্য আপডেইট করে নিবেন। রক্তের বন্ধনে মীরসরাই এর ওয়েবসাইটে রক্তদাতা খুঁজলে যে সকল ডোনারের ডেইটা সামনে আসে সবগুলোই রেড়ী ডোনার অর্থাৎ যাদের শেষ রক্তদান থেকে ৯০ দিন পূর্ণ হয়েছে কেবল তাদেরকে ওয়েবসাইটে শো করে অন্যথায় শো করে না। সেক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসেবে রোগী ও আপনার যোগাযোগের বিড়ম্বনা ও বিব্রতকর পরিস্থিতি এড়াতে রক্তদানের পরপরই রক্তদানের তারিখ আপডেইট করে নিবেন। ধন্যবাদ, রক্তের বন্ধনে মীরসরাই
আশ্রয়কেন্দ্র থেকে খুশিমনে বন্যার্ত মানুষ বাড়ি ফিরে দেখে ঘরখানা তার ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় মাটির সাথে মিশে গেছে! নতুন করে যে আবার স্বপ্নের ঘরটা তৈরী করবে সেরকম আর্থিক স্বচ্ছলতাও নেই। সামাজিক দায়বদ্ধতা থেকে এমন সাধারণ মানুষদের নিয়ে আমরা ভাবছি। বন্যা পরবর্তী সময়ে বন্যার্ত মানুষগুলোর জন্য তাদের বাসস্থান পুননির্মাণ করে সাধারণ জীবনে ফিরিয়ে দিতে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনে মীরসরাই উদ্যোগ নিয়েছে 'পুনর্বাসন প্রকল্প'। এ প্রকল্পের মাধ্যমে যাচাই-বাছাই পূর্বক মীরসরাই এর হতদরিদ্র পরিবারকে নতুন ঘর নির্মানের মাধ্যমে সাধারণ জীবন যাপনের ব্যবস্থা করে দিতে চাই আমরা। আপনাদের সহযোগিতায় আমরা এই মহৎ উদ্যোগ বাস্তবায়ন ও সফল করতে চাই, ইন শা আল্লাহ। পুনর্বাসন প্রকল্পে অনুদান পাঠাতে মোবাইল ব্যাংকিং করুন- ইকবাল: 01836762330 (বিকাশ, রকেট/পার্সোনাল) আকাশ: 01861209200 (বিকাশ, নগদ/পার্সোনাল) নিবেদক- রক্তের বন্ধনে মীরসরাই সৃষ্টি মানব ও মানবতার কল্যাণে
রমাদ্বান প্রজেক্ট-২০২৪খ্রি. আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ! হাতে গোণা আর মাত্র ক'টা দিন বাকি! বছরের শ্রেষ্ঠ দিন রমাদ্বান আসছে সামনে। প্রতি বছরের ন্যায় রমাদ্বানে জিনিসপত্রের দাম থাকে আকাশচুম্বি। সমাজের খেটে-খাওয়া হত দরিদ্র মানুষেরা বেঁচে থাকবে খেয়ে, না খেয়ে, কোনোমতে। প্রতি রমাদ্বানের মতো এবারও আমরা মীরসরাই এর গরীব, অসহায়, বৃদ্ধাদের ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করব, ইন শা আল্লাহ। আমাদের চেষ্টা থাকবে ১ম রমাদ্বানের আগেই সবার হাতে ইফতার পৌঁছে দেওয়ার। রমাদ্বান মাস আমলের মাস, সদাকার মাস, ইফতারের মাস, ইফতার করানোর মাস। রমাদ্বান মাসে রোজাদারদের ইফতার করানোর সওয়াব অনেক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, সে (রোজাদারের) সমান নেকীর অধিকারী হবে। আর তাতে রোজাদারের নেকীর কিছুই কমবে না।” (রিয়াদুস সলেহিন, হাদিস নং ১২৭৩) আপনার দান/সাদাকা/যাকাত বিকাশ (মোবাইল ব্যাংকিং) এর মাধ্যমে পাঠাতে পারেন নিম্নোক্ত নাম্বারে- 1. 01866129165 (বিকাশ, পার্সোনাল) 2. 01641-403419 (বিকাশ/নগদ,পার্সোনাল) #RAMADAN_PROJECT_2024 #RBM_Help #RBM #Iftarproject #ramadan #iftar #Rokter_Bondhone_Mirsarai
'সাবলম্বী হবে অসহায় পরিবার' এই স্লোগানকে সামনে রেখে গত রমাদ্বান থেকে রক্তের বন্ধনে মীরসরাই শুরু করে 'সমৃদ্ধি প্রজেক্ট'। গতবছর সমৃদ্ধি প্রজেক্ট এর আওতায় রক্তের বন্ধনে মীরসরাই ২ টি পরিবারকে সাবলম্বী করার উদ্দেশ্যে 'সেলাই মেশিন' প্রদান করেছে। তারই ধারাবাহিকতায় এ বছরও আমরা রমাদ্বানের শুরুতেই একটি পরিবারকে সেলাই মেশিন প্রদান করার মধ্য দিয়ে আমারা আমাদের এবছরের সমৃদ্ধি প্রজেক্ট এর সূচনা করেছি। আমরা এবারও উদ্যোগ নিয়েছি কিছু পরিবারের আয়ের উৎস তৈরী করে দিতে, আপনাদের ঐকান্তিক সহযোগিতা আমাদের এই উদ্যোগকে সফল করতে অনন্য ভূমিকা রাখবে। আপনারা যাঁরা যাকাত প্রদান করেন তাঁরা তাঁদের যাকাতের একটা অংশ প্রদান করতে পারেন আমাদের 'সমৃদ্ধি প্রজেক্ট' -এ। আপনার যাকাতের অর্থে সাবলম্বী হবে অসহায়, হতদরিদ্র পরিবার। আপনার সহযোগিতা পাঠান নিম্নোক্ত নাম্বারে- 01865453530(বিকাশ/নগদ) #RBM_Samriddhi #সমৃদ্ধি #RBM_ZakatFund #RBM #RBM_Help #DonateZakat #Rokter_Bondhone_Mirsarai
মীরসরাই এর অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'রক্তের বন্ধনে মীরসরাই' এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১৯.০৫.২৩ খ্রি. শুক্রবার, দিনব্যাপী নানা নান্দনিক অনুষঙ্গে সাজানো হয়েছে ৮ম বর্ষপূর্তি ও স্বেচ্ছাসেবী সম্মিলন। উক্ত অনুষ্ঠানে আপনার/আপনাদের সদয় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা করছি। ১ম পর্ব: (সকাল ১০:০০- দুপুর ০১:০০ ঘটিকা) ★ আনন্দ র্যালি ★ থ্যালাসেমিয়া সচেতনতা শীর্ষক আলোচনা নামাজ ও দুপুর ভোজ (দুপুর ০১:০০-০২:২০ ঘটিকা) ২য় পর্ব: (দুপুর ২:৩০- সন্ধ্যা ০৬:০০ ঘটিকা) ★ 'অরুণোদয়' মোড়ক উন্মোচন ★ আলোচনা সভা ★ গুণীজন সংবর্ধনা ★ সেরা সংগঠন সম্মাননা ★ সংগঠন সম্মাননা ★ সমৃদ্ধি প্রজেক্ট ১ নিবেদক- রক্তের বন্ধনে মীরসরাই (সৃষ্টি মানব ও মানবতার কল্যাণে)
চট্টগ্রামের মীরসরাই তথা বাংলাদেশ ভিত্তিক রক্তদান সংশ্লিষ্ট এবং স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করনে ২০১৪ সালের শেষের দিকে আমরা ৫ জন মিলে শুরু করেছিলাম স্বেচ্ছাসেবী সংগঠন 'রক্তের বন্ধনে মীরসরাই'। শুরু থেকে যাদের হাত ধরে আজ এই সংগঠনের এতগুলো বছর অতিক্রম করেছি এবং স্বেচ্ছাসেবী কর্মকান্ডে নিজেদের উজাড় করে দেয়ার মাধ্যমে যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের জন্য দোয়া করছি আল্লাহর কাছে।
-- সভাপতি
সংগঠনের শুরু থেকে যারা উন্নতিকল্পে অর্থ শ্রম এবং মানসিক সাপোর্ট দিয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বলতে চাই, শুরু থেকে চলতে থাকা বিভিন্ন উন্নয়নমুখী পরিকল্পনা যেমন, স্বেচ্ছায় রক্তদাতা তৈরি, রক্তদান করলে উপকার কি কি , এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সচেতনতার লক্ষ্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি, শীতবস্ত্র বিতরন, ঈদ সামগ্রী বিতরন, বিনামূল্যে অক্সিজেন সেবা এবং নেবুলাইজেশন সাপোর্ট, গরীব অসহায় পরিবারের খোঁজ খবরাখবর নিয়ে তাদের সাহায্য করার মাধ্যমে বরাবরই সাপোর্ট দিয়েছি আমরা। আমাদের অগ্রগতি বাস্তবায়নে মাইলফলক হয়ে থাকবে অতীতের কর্মফল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সংগঠন সর্বোচ্চ সাহায্যে প্রস্তুত মানবতার কল্যানে, যেমনটি আমরা অতীত এবং ভবিষ্যত সম্পর্কে সজাগ থেকে কাজ করার সুযোগ ও ব্যাবস্থা গ্রহন করবো আমাদের সদস্যদের একাগ্রতা প্রকাশের মাধ্যমে। সংগঠনের নিরলস ঐকান্তিক চেষ্টার ফলশ্রুতিতে একটা সংগঠনের আসবে চুড়ান্ত সাফল্য।
পরিশেষে বলতে চাই, সঠিক পথে পরিচালিত করে দায়িত্ববোধ সম্পন্ন, আদর্শবান ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলা দৃঢ় শপথ হোক আমাদের অঙ্গীকার।
আল্লাহ আমাদের সহায় হউক।
-- সাধারণ সম্পাদক